মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষপুর ইউনিয়নে ৯৬ তম খোশরোজ শরীফ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০২:২৪ অপরাহ্ন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)'র ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে খতমে কুরআন, খতমে বোখারী শরীফ ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম তসলিম উদ্দিন। উদ্বোধক ছিলেন সেভেন রিং সার্কেল গ্রুপের সাবেক ডিজিএম আলহাজ্ব মোহাম্মদ কোব্বাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শহীদুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বখতিয়ার হোসেন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশীদ, এস এম নেছারুল হক, দিদারুল আলম।

মাওলানা ফারুক ও সংগঠনের সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন ড. মোহাম্মদ নুরুন্নবী আজহারী, আল্লামা ওমর ফারুক নঈমী, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, কাজী মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।

উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিস উল খান বাবর, মামুন মিয়া, মিনহাজুল আবেদীন, নাজিমুদ্দিন, কাজী আসলাম উদ্দিন, কাজী হেলাল উদ্দিন, আবু আক্কাস মানিক, মাওলানা সাজ্জাদ, সেলিমুল হক রুবেল, নজরুল ইসলাম, ওয়াজেদ নিজাম, নাছির উদ্দিন, এরশাদুল ইসলাম জুয়েল, আবু আলম চৌধুরী বাবুল, আবু মেম্বার, ফরিদ উদ্দিন, আশরাফ উদ্দীন মুন্না, সোহরাব হোসেন ইমন, হাফেজ বোরহান উদ্দীন, আমানত উল্লাহ্ টিপু প্রমুখ। পরে অতিথি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জিকির সেমা মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework