মাইজভাণ্ডার ওরশ শরীফে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ, শানে বেলায়ত মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

"দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নুরের খেলা-নুরী মাওলা বসাইলো প্রেমের মেলা" বিশ্ব সমাদৃত মাইজভাণ্ডারী তরিকা মহান প্রবর্তক ও মাইজভাণ্ডারী দর্শনের প্রবক্তা গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)'র ১১৯তম বার্ষিক ওরশ শরীফ মাসব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রপৌত্র, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর আয়োজন ও ব্যবস্থাপনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। লাখ লাখ জায়েরীন ও মুসল্লি গাউসুলআজম মাইজভাণ্ডারীর আওলাদপাকগণসহ জুমা’র নামাজ আদায় করেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহি ময়দানে। রাতে শানে বেলায়ত মাহফিল ও মিলাদে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও নায়েবে মুন্তাজেম সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্মসচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন, মাওলানা মোহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সওকত আলী, মুহাম্মদ আবু সুলতান, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ প্রমুখ। ১১৯তম মাইজভাণ্ডার ওরশ শরীফের এই বিশাল আয়োজনে শাহী ময়দানে ১০ই মাঘ মিলাদ মোনাজাত শেষে খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উন্মুক্ত তাবাররুক বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework