মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা আহত,স্থানীয়দের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০৪:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬৩) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। পরে আহত ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহত নুরজাহান বেগম পরৈকোড়া ইউনিয়নের খাসখামা এলাকার মো. শাহ আলমের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এমন সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এক পা ভেঙে যায় তার। স্থানীয়রা উদ্ধার করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ।

এদিকে একই জায়গায় বার বার দুর্ঘটনা ঘটনার পর কোন ব্যবস্থা না নেওয়ায়  উত্তেজিত জনতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। এসময় পুলিশের সাথে উত্তেজিত জনতার হাতাহাতি হয়। পুলিশ এক পর্যায়ে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোহেল আহমদ  জানান, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework