মসজিদ উদ্বোধনে এলডিপি চেয়ারম্যান ও সৌদি নাগরিকের বক্তব্য

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০৩:০৯ অপরাহ্ন

এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশে ইয়াবা, মাদক বেড়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাযে মুসল্লি থাকে না। জুমাবারে কিছু মানুষ প্রথম কাতার দখল করে নেয়। নবী করিম (দ.)'র আদেশ পালন করে সালাত কায়েম করলে ইহকাল ও পরকালের মুক্তি মিলবে। মসজিদের অর্থদাতা সৌদি নাগরিক ছালেহ সায়েদ বেলাল বলেছেন, মসজিদের মাধ্যমে যেন সমাজে বিভক্তি ও ফ্যাসাদ সৃষ্টি না হয়, কেয়ামত পর্যন্ত যেন মসজিদটি জারি রেখে এলাকার মানুষ নিয়মিত নামাজ আদায় করে তার পিতা-মাতার জন্য দোয়া করেন। তিনি এবং তার পিতা মসজিদ তৈরির মাধ্যমে ধর্মীয় কাজ করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান।

গত ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলা নূরে মদিনা জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান খতিম মাওলানা সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, উদ্বোধক ছিলেন মসজিদের অর্থদাতা সৌদি নাগরিক ছালেহ সায়েদ বেলাল, প্রধান বক্তা ছিলেন লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ডা. মাওলানা মো. মঈন উদ্দীন আলকাদেরী, স্বাগত বক্তব্য রাখেন সৌদি প্রবাসী কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, কেন্দ্রীয় সদস্য ও জননিরাপত্তা আদালতের পিপি এডভোকেট শাহাদৎ হোসেন, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার আলম, পৌর এলডিপি’র সভাপতি আইনুল কবির, মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, মোজাফফর আহমদ, জাফর আহমদ, কবির আহমদ, এলডিপি নেতা মো. মহিউদ্দীন, মহসিন চৌধুরী, সালাউদ্দীন জমির উদ্দীন, শাহাদৎ হোসেন মুন্না, মো. টিপু প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework