ভুজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহারের দাবি ১৫ দিনের আল্টিমেটাম

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ০৫:৫৩ অপরাহ্ন

কৃষকের কথা চিন্তা করে স্বাধীনতার পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি থেকে শুরু করে কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে এসব পদক্ষেপের সুফল ভোগ করছেন এ বাংলার কৃষক। তিনি ছিলেন বাংলার রাখাল রাজা।

তারই উত্তরসূরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের ন্যায় দলের প্রতিটি কর্মীকে কৃষকের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন— প্রশাসনের আশপাশে আওয়ামী লীগের দোসররা ঘোরাঘুরি করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

তিনি জানান— ত্যাগী কর্মী বাদে কোনো কমিটি গ্রহণযোগ্য হবে না। ভুজপুর ট্রাজেডির সকল মামলা আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে।

তিনি শনিবার (১২ এপ্রিল) ফটিকছড়ির ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে ভুজপুর থানা কৃষকদলের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভুজপুর থানা কৃষকদলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেন সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন।

বিশেষ অতিথি ছিলেন— বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, আবুল খায়ের, আবু মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, আহমদ ছাফা মেম্বার, আজম খান, একরামুল হক, মো. শাহজাহান মেম্বার, আবুল হোসেন মেম্বার, মিল্টন চৌধুরী, মো. মহিন উদ্দিন, মো. কাদের প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework