ভজনপুর বাজারে রাত ভোর মান উন্নয়নে এর কাজ চলছে

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
প্রকাশিত : সোমবার, ২০২৫ এপ্রিল ১৪, ০১:৪৭ অপরাহ্ন

ভজনপুর বাজারে চলছে রাতভর মান উন্নয়নের কাজ, আর এই কাজকে ঘিরে সরব হয়ে উঠেছে ভজনপুরবাসী।

ভজনপুর বাজার ড্রেনের মান উন্নয়নের কাজ চলছে রাতভর। তবে এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা বিভিন্নভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে দিচ্ছে। অভিযোগ উঠেছে, দোকান থেকে বাজে অক্ত ও ময়লা ফেলে ড্রেন বন্ধ করছে বাজারের কিছু অসাধু ব্যবসায়ী।

এ বিষয়ে সাবেক ছাত্রনেতা মোঃ হামিদুল হাসান লাবু বলেন, “ভজনপুর বাজারের ভিতর দিয়ে যে পুরনো পাকা রাস্তা রয়েছে, তা পাকিস্তান আমলের তৈরি। কিন্তু সেটি কোন বিভাগের আওতায়, তা স্পষ্ট নয়। কেউ বলছে এটি সড়ক বিভাগের, আবার কেউ বলছে পঞ্চগড় জেলা পরিষদের দায়িত্বে। তাহলে রাস্তা উন্নয়ন করবে কে? এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।”

তিনি আরও বলেন, “বর্ষাকালে এই রাস্তায় পানি জমে যায়। সারা বাজার জুড়ে পানি ও কাদা জমে থাকে, ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা হয়।”

ভজনপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তবিবর রহমান বলেন, “বাজারের কিছু অসাধু ব্যবসায়ী রাতে ব্যবসা শেষে ড্রেনের ভেতর ময়লা ঢুকিয়ে চলে যায়। ফলে ড্রেন বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে পানি ড্রেন দিয়ে না গিয়ে রাস্তায় জমে থাকে। এতে কাদা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ কষ্টে পড়ে এবং চলাচলে অসুবিধা হয়।”

এ অবস্থায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে ড্রেন সংস্কারে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন সাবেক ছাত্রনেতা ও যুবসমাজের প্রতিনিধি মোঃ হামিদুল হাসান লাবু, ভজনপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন, সদস্য মোঃ তবিবর রহমান, সদস্য মোঃ রিয়াজ উর রহমান, ভজনপুর বাজার বণিক সমিতির সেক্রেটারি মোঃ জমিরুল ইসলাম জমির, ভজনপুর ৬ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব হাসান, সেক্রেটারি মোঃ অলি খান শিথিল এবং সাধারণ জনগণ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework