বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ বেতারে মানববন্ধন

অনলাইন ডেক্স
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ আগস্ট ২০, ০১:৪০ অপরাহ্ন

বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকরিতে পদোন্নতি বঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গতকাল১৯ আগষ্ট বেলা ১১টায় বাংলাদেশ বেতার  চট্টগ্রাম কেন্দ্রের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক বেতারের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে  বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।  

মানববন্ধনে বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীবৃন্দ বৈষম্য নিরসনে বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে ব্যাচভিত্তিক পদোন্নতি, উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি এবং একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


এছাড়া  কর্মসূচিতে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃসংশোধন করা এবং বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
    
মানববন্ধনে কেন্দ্রের  সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিম, আঞ্চলিক প্রকৌশলী মো. আসিফুর রহমান সহ বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীরা অংশ নেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework