বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ১৬, ০৪:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে পুড়লো ৩ বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— ওই এলাকার আবুল হাশেম, আব্দুল মোতালেব এবং নুরুন নবী।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী। এ সময় উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework