বাজালিয়ায় বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ১৭, ০৬:১০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়। আজ ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়ার বাজালিয়ার শেরে বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, সাবেক যুবদল নেতা ফরিদুল আলম ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী বেলাল, বাজালিয়া ইউনিয়নের হাফেজ আহমেদ, মাহতাব চৌধুরী, আবু তাহের, ফয়েজ আহমদ ও ওসমান গনি; পুরানগড় ইউনিয়নের নজরুল ইসলাম ও নুরু সালাম, টিপু; যুবদলের ইউনুস, আজাদ ও আ জ ম আলমগীর।

উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মো. ইমন, মো. ফয়সাল, মো. পারভেজ, ওমর ফারুক, মো. সাগর ও নাজিম উদ্দিন প্রমুখ।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework