বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ৩১, ১২:৫৪ অপরাহ্ন

আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মতাদর্শে পরিচালিত ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় কমিটি নতুন এই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে রাঙ্গুনিয়ার তিন তরুণ ছাত্রনেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। রবিউল মোস্তফা রাফি সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদীন সহ-সভাপতি এবং জমির উদ্দিন সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, রবিউল মোস্তফা রাফি বর্তমানে রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম ছাত্রসেনার সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন উত্তর ছাত্রসেনার সভাপতি এবং জমির উদ্দিন সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার নতুন সভাপতি হিসেবে মুহাম্মদ মোশারফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ফারুক হোসাইনকে নির্বাচিত করেছেন কেন্দ্রীয় কমিটি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework