বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি'র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ০৩:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী আহমদীয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসা সংলগ্ন এলাকায় আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরীর নিজ বাসভবন প্রাঙ্গণে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি'র খাতুনগঞ্জ শাখার প্রধান ভিপি শাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিএলসি এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং ক্যাপিটেল ম্যানেজমেন্ট আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ পিএলসি এর পরিচালক তাজমীম মোস্তফা চৌধুরী, পিএলসি এর পরিচালক তানভীর মোস্তফা চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটেল ম্যানেজমেন্ট লিমিটেড এর পরিচালক ইনশিতার মোস্তফা চৌধুরী। বাঁশখালী উপজেলার সব ইউনিয়নের ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী বলেন, অর্থশালী প্রতিষ্ঠানগুলো গ্রামীণ জনপদের দুঃস্থ, গরীব, অসহায় ও শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসলে প্রচণ্ড শীতের মধ্যে শীতার্তরা কষ্ট পেতো না। শীতার্তদের অসহায়ত্বের দিক বিবেচনা করে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় শীতার্তদের মাঝে (কম্বল) বিতরণের অংশ হিসেবে বাঁশখালীতে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করতে পেরে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পিএলসি জুবলীরোড় শাখার এসভিপি ও শাখা প্রধান নুর মোহাম্মদ রাহাত হোসেন, বহদ্দারহাট শাখা এসভিপি ও শাখা প্রধান মোহাম্মদ শহিদ উল্লাহ, বাঁশখালী গুনাগরী শাখার এফএ ভিপি ও শাখা প্রধান অলক তালুকদার, পাঁচলাইশ শাখার এফএ ভিপি ও শাখা প্রধান মোহাম্মদ জাহেদুল ইসলাম, কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী (জুয়েল), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আব্দুল আলীম সিনিয়র কর্মকর্তা, এসবিপিএলসি জুবলীরোড় শাখা চট্টগ্রাম, মোহাম্মদ আলমগীর চৌধুরী, কর্মকর্তা এসবি পিএলসি ব্যাংক বহদ্দারহাট শাখা, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, কর্মকর্তা এসবি পিএলসি ব্যাংক খাতুনগঞ্জ শাখাসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়নের জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework