বাঁশখালীতে সেনাবাহিনীর মতবিনিময় সভা, সহযোগিতা চাইলেন মেজর শাতিল

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৭, ১২:০৫ অপরাহ্ন

বাঁশখালীতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর শাতিল আহমদ। চলমান অপারেশন ডেভিল হান্টকে আরও সফল করতে অপরাধীদের সঠিক তথ্য দিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন মেজর শাতিল।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অফিসার্স ক্লাবে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর শাতিল উপস্থিত স্টেকহোল্ডারদের মতামত শোনেন এবং সার্বিক পরিস্থিতি সংক্রান্তে উঠে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এতে বক্তব্য রাখেন পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, চাম্বল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল্লাহ, শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, কাথরিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা, ছনুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক দেলোয়ার হোসাইন সাইদী, মোহাম্মদ তানজিম, আব্দুল হামিদ, মোহাম্মদ জিসান, শহিদুল ইসলাম জায়েদ, মোহাম্মদ রিয়াদ, রাকিব হোসেন, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, সহ-সভাপতি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন, দফতর সম্পাদক মোহাম্মদ এরশাদ প্রমুখ।

এসময় ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন যে, অপারেশন ডেভিল হান্টের পরও বাঁশখালীতে প্রশাসনের আশানুরূপ ফলাফল দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজসহ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয় যে, গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এবং এটি আরও জোরদার করা হবে।

এছাড়া মতবিনিময় সভায় বালু উত্তোলন, মাটি কাটা, রাজনৈতিক দলীয় প্রভাব বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, অন্যান্য উপজেলার মতো বাঁশখালীতেও ভুয়া ও অপ-সাংবাদিকতা বেড়ে গেছে, যা নিয়ন্ত্রণ করা হবে। প্রেসক্লাবের কাছে মূলধারার সাংবাদিকদের তালিকা চেয়ে প্রশাসন জানায়, অনিয়মকারী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী দ্রুত সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের তালিকা প্রশাসনের কাছে জমা দেবেন বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে দল পরিচয়ে সমন্বয়ক নাম দিয়ে কেউ যেন ব্যক্তিগত ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে ছাত্র প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্টের পর থেকে বাঁশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো থাকায় সেনাবাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, সবার অংশগ্রহণে বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework