বাঁশখালীতে বাপুস শাখা কমিটির নির্বাচন, আনোয়ারুল আজিম সভাপতি

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বাঁশখালী শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেসার্স আনোয়ার ট্রেডার্স এর স্বাধিকারী আনোয়ারুল আজিম সভাপতি এবং আশরাফিয়া লাইব্রেরীর স্বাধিকারী আজিজুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ফজল আহমদ হারুন ও যুগ্ম আহ্বায়ক বদিউল আলম চৌধুরী সৌরভ গত ১৬ জানুয়ারি গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ১৬ সদস্যের এক কমিটির অনুমোদন দেন।

এছাড়া কমিটিতে ওয়াকিল আহমদকে সিনিয়র সহ-সভাপতি, আবু ছালেহকে সহ-সভাপতি, কোরবান আলীকে যুগ্ম সম্পাদক, মো. ইলিয়াছ হোছাইনকে কোষাধ্যক্ষ, মো. গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, রিদওয়ান হোসেনকে প্রচার সম্পাদক, রুবেল হোসেনকে সহ-প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন- মো. কামাল উদ্দিন, আবু হেনা, মো. সোহেল, নোমানুল হক, সোলতান ও দিদারুল হক।

নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল আজিম বলেন, পাঠ্যপুস্তক ও সৃজনশীল বইয়ের বাজার ব্যবস্থাকে সচল রাখতে বাপুস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকাশক এবং বিক্রেতার স্বার্থরক্ষা, শিক্ষার্থী ও পাঠকের স্বার্থরক্ষা, বাংলাদেশের প্রকাশক এবং প্রকাশনার মানোন্নয়ন এবং স্টেকহোল্ডারদের তথা সংশ্লিষ্ট সকল পক্ষের অধিকার নিশ্চিত করণে প্রকাশনা শিল্পের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে বাপুস। সংগঠনের কাজের ধারাকে সমুন্নত রাখতে বাঁশখালী শাখার নির্বাচিত কমিটির সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন (বাপুস)'র নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল আজিম।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework