বাঁশখালীতে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের সতর্কীকরণ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৩, ০৫:৪৮ অপরাহ্ন

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্কতা এবং যানজট নিরসনের লক্ষ্যে সড়কে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাত অপসারণ ও দখলমুক্ত করতে বাঁশখালীতে সতর্কীকরণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাম্বল বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বাঁশখালী থানার পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আজকে প্রথম দিন সতর্কীকরণ অভিযান পরিচালনা করে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে মাইকিং করে সবাইকে সতর্ক করতে স্থানীয় ইউনিয়ন পরিষদকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, যানজট নিরসন ও মানুষের ভোগান্তি দূর করতে সড়কে অবৈধভাবে গড়ে তোলা কাঁচাবাজার, ফুটপাত ও ভাসমান দোকান দ্রুত অপসারণ করে সড়ক দখলমুক্ত করতে সবাইকে সতর্ক করা হয়েছে। সতর্ক করার পরও যদি কোনো ব্যবসায়ী ভোক্তাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য আদায় করেন বা অবৈধভাবে সড়ক দখল করে রাখেন, তাহলে অর্থ জরিমানাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework