বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪৫০ পিস ট্যাবলেট উদ্ধার

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৫, ০৪:২৬ অপরাহ্ন

বাঁশখালীর বিভিন্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার দুই আসামি, সাজা-পরোয়ানাভুক্ত পলাতক একজন এবং ইয়াবাসহ একজনসহ মোট চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. আলমের হেফাজত থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন; আব্দুল আলিম (৫৮): বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, রায়ছটা এলাকার মৃত হাফেজ আহমদের পুত্র, নাশকতা মামলার আসামি। সাদেক হোসেন (৪২): পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, চাঁদপুর, খুইট্টা পাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র, নাশকতা মামলার আসামি। মো. আলম (২২): আনোয়ারা থানাধীন জুঁইদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, খুরুস্কুল হাজীর ঘাটা এলাকার আবুল কাশেমের পুত্র, যার হেফাজত থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মো. ইউনুস: বাঁশখালী শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, টেকপাড়া মৌলভী বাজার এলাকার আনোয়ার আলী (প্রঃ আন্না বর বাড়ি) মৃত আনোয়ারুল ইসলামের পুত্র, সাজা-পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে এ চার আসামিকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework