বাঁশখালীতে জামায়াতের আলোচনা সভায় রমজানের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১৭, ১২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে "রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার শীলকূপ টাইমবাজার সংলগ্ন হাজী সুলতান আহমদ কমিউনিটি সেন্টার হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, দক্ষিণ জেলা শুরা সদস্য ও বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল হক সুজিশ, ইসলামি আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াছিন কাশেমী, পৌরসভা জামায়াতের সভাপতি আবু তাহের, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসাইন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাকের উল্লাহ, বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহসহ বিভিন্ন শিক্ষক প্রতিনিধি, সমাজকর্মী এবং উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর, নায়েবে আমীর, সভাপতি ও সেক্রেটারি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মাহে রমজান মহান রবের পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ রহমতের মাস, এটি মাগফিরাতের ও নাজাতের মাস। তারা আরও বলেন, রমজান শুধু ইবাদত-বন্দেগির মাস নয়, বরং কাফের, মুশরিক, বেঈমান ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে ঈমান ও ঈমানদারদের বিজয়ের মাস। দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework