বাঁশখালীতে জামায়াতে ইসলামী কর্তৃক রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথসভা

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ০১:২৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমজানকে সামনে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী পৌরসভা ও উপজেলা সদর হয়ে বাঁশখালী থানা গেইট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল বহরে স্বাগত মিছিলটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

দক্ষিণ জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের, জিএম সাইফুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর, সভাপতি, সাধারণ সম্পাদক, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ও ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ ও পথসভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "পবিত্র মাহে রমজানে দিনের বেলায় সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধ করতে হবে, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করতে হবে, ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত জুলাইয়ের গণবিপ্লবকে ধ্বংস করতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল নতুনভাবে দখলবাজি ও চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে, ওইসব চাঁদাবাজ ও দখলবাজদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণ ও সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সারাদেশের মতো বাঁশখালীতেও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ছাত্র সমাজসহ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

এ সময় নতুন চাঁদাবাজ ও দখলবাজদের সতর্ক করে বক্তারা আরও বলেন, "বাঁশখালীতে কোন ধরনের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসবাদ আর চলবে না, সব ধরনের নৈরাজ্য ও অপরাধীদেরকে রুখে দিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে" বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework