বাঁশখালীতে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন; হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ১২:২১ অপরাহ্ন

বাঁশখালীতে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২০) নামে এক অটোরিকশা চালক খুনের ঘটনা ঘটেছে।
খুনের ঘটনার মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে হত্যাকারীকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কানুনগোখীল গ্রামের জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন সরল ব্রিজের পূর্ব পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত অটোরিকশা চালক জাহিদুল ইসলাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিবউল্লাহর ছেলে।

এদিকে হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে হত্যাকারী কর্তৃক ফেলে যাওয়া একটি বাটন মোবাইলের সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত ঘাতক মোহাম্মদ আরমান (২১) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আরমান সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ জালিয়াঘাটা কানুনগোখীল এলাকার আনু মিয়ার পুত্র। আরমান প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে রবিবার (২ মার্চ) বিকেলে বাঁশখালী থানায় এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ বাঁশখালী থানা পুলিশ।

সংবাদ ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, শনিবার রাতে সরল ব্রিজের পূর্ব পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত রিকশা চালক জাহিদুল ইসলামকে ফেলে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সরাসরি হত্যাকাণ্ডের ঘটনা দেখেছে কিংবা প্রত্যক্ষ করেছে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পড়ে থাকা একটি বাটন মোবাইল পাওয়া গেছে, ওই মোবাইলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঘাতক আরমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) সুধাংশু শেখর হালদার, সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদসহ থানা পুলিশ সদস্যরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework