বরকল ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৩:৩৮ অপরাহ্ন

উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়। গতকাল ১৭ জানুয়ারি বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মো. ইব্রাহিম, প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাত হোসেন। সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জামায়াত নেতা যথাক্রমে আব্দুল মান্নান, মাস্টার মাহফুজুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল্লুর রহিম, রেজাউল হুদা, এডভোকেট করুক উদ্দিন, জসিম উদ্দিন, সাইফুল্লাহ, মামুন উদ্দিন, শহিদ, নাঈম, শ্রমিক নেতা তৌকির আহমেদ, আকরাম উদ্দিন, ছাত্রনেতা মাহমুদুল হাসান তোহা, সায়েম, হাফেজ হামেদ প্রমুখ। অনুষ্ঠানে ১৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework