বন্দর হাসপাতালে মিলবে করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ এপ্রিল ১০, ০৩:৪৮ অপরাহ্ন
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কোভিড টিকাদান কেন্দ্রের সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম বন্দর হাসপাতালকে সরকার কোভিড ভ্যাকসিনের টিকাকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে। ইতোমধ্যে সরকারি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের সুবিধাদি পরিদর্শন করেছেন এবং টিকা প্রদান ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার (১১ এপ্রিল) বন্দর হাসপাতালে পরীক্ষামূলকভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। পরদিন সোমবার (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এখন থেকে বন্দর হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণে ইচ্ছুক নাগরিকরা সুরক্ষা অ্যাপে বা সফটওয়ারে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এতদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতালসহ নির্দিষ্ট কয়েকটি কোভিড টিকাকেন্দ্র নির্বাচনের সুযোগ ছিল। নতুন টিকাকেন্দ্র চালু হলে পুরনো টিকাকেন্দ্রগুলোতে ভিড় কমবে। বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, সরকারের স্বাস্থ্য বিভাগের কাছে বন্দর কর্তৃপক্ষ চিঠি দেওয়ার প্রেক্ষিতে নতুন টিকাদান কেন্দ্র হচ্ছে বন্দর হাসপাতাল। এটি চালু হলে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসীর সুবিধা হবে। চট্টগ্রাম বন্দরের কর্মচারী-কর্মকর্তাদের জন্য বন্দর হাসপাতালে ১১১ নম্বর কক্ষে রেজিস্ট্রেশন সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান বন্দর সচিব।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework