বটতলী স্টেশনের যানজট নিরসনে কমিউনিটি পুলিশ নিয়োগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ২৬, ০৫:২৬ অপরাহ্ন

লোহাগাড়া সদরে বটতলী স্টেশন দক্ষিণ চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনে দীর্ঘদিনের সমস্যা যানজট। স্টেশনের যানজট নিরসনের লক্ষ্যে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতি কর্তৃক উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় তিনজনকে কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে তিনজন কমিউনিটি পুলিশ সদস্যদের মাঝে ড্রেস ও আইডি কার্ড প্রদান করা হয়েছে।

তাদের কাছে ড্রেস ও আইডি কার্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম, সহ-সভাপতি শাহ আলম, সেক্রেটারি, কাইছার হামিদ সেক্রেটারি, অর্থ সম্পাদক আবু ইউচুপ সহ সংগঠনের সদস্যরা।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান,বটতলী স্টেশন অনেক গুরুত্বপূর্ণ স্টেশন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন সকলকে সাথে নিয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। স্টেশনে যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়। যানজনট নিরসনের লক্ষ্যে তিনজন কমিউনিটি পুলিশ সদস্যদের মাঝে ড্রেস ও আইডি কার্ড প্রদান করা হয়। তারা এ দায়িত্ব গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন তিনি। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework