ফিলিস্তিনির উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফটিকছড়ির খিরামে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ০১:১১ অপরাহ্ন

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আল-আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানববন্ধন ও গণমিছিল (১১ এপ্রিল) শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নের উত্তর খিরাম হযরত মর্তুজা আলী শাহ সংলগ্ন মাঠ প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল নিয়ে খিরাম চৌমুহনী বাজার প্রদক্ষিণ করে খিরাম বাজারে এসে মিছিলটি শেষ হয়।

প্রতিবাদ ও গণমিছিলের আহ্বায়ক হাফেজ মাওলানা নাজিম উদ্দীনের নেতৃত্বে খিরামের সকল মুসলিম জনতার অংশগ্রহণে মানববন্ধন, প্রতিবাদ ও গণমিছিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ রাশেদুল আলম, বাদশাহ, আবুল কালাম সওদাগর, মাওলানা মহিউদ্দিন আজমিরি, বিলায়ছড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফোরকান, খিরাম ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, মানবিক সূর্য বাংলাদেশের সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শফি, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ মুসলিম, মুহাম্মদ রমজান, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ মহসীন, মুহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা আবু তৈয়ব, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ সুমন, শেখ ফরিদ, সমাজপতি সাকিব, ইউচুফ, মাহফুজ, জয়নাল সওদাগর, জামাল আইয়ুবসহ গাউছিয়া কমিটি, গাউছিয়া হক কমিটি, শাহ এমদাদিয়া কমিটি, রহমানিয়া মুজিব বাবা কমিটি ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

প্রতিবাদ ও গণমিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন প্রতিবাদ ও গণমিছিলের আহ্বায়ক হাফেজ মাওলানা নাজিম উদ্দীন ফারুকী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework