ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৫, ০৯:১০ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ফটিকছড়ি ও ভূজপুরে অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীরা বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং ফসলি জমির মাটি (টপসয়েল) কেটে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। প্রশাসনের একটি গোষ্ঠী এসব কাজে সহযোগিতা করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি রাতে দাঁতমারা বড় বেতুয়া এলাকায় সন্ত্রাসীদের হাতে মো. শহীদ নামে বিএনপির এক কর্মী খুন হন। চিহ্নিত খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসন তাদের গ্রেফতার করছে না। বরং সন্ত্রাসীরা উল্টো মামলার বাদীপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি মন্তব্য করেন, "তাহলে বোঝা যায়, ওসির চেয়েও সন্ত্রাসীরা শক্তিশালী!"

এছাড়া, তিনি উল্লেখ করেন, এর আগে বাগান বাজারে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করে। কিন্তু সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা বিএনপির সাবেক সদস্য আবু কালাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন ও মহিউদ্দিন আজম তালুকদার প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework