ফটিকছড়িতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৪:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে পাইন্দং বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এম এ রহিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু জাফর, জিএম ইলিয়াছ, অর্থ সম্পাদক রিপন আলী, লোকমান চৌধুরী, এডভোকেট নজরুল ইসলাম, নবির হোসেন মাসুদ, মাওলানা শামসুল ইসলাম, তাজুল ইসলাম মেম্বার, নুরুদ্দীন চৌধুরী, মো. সরোয়ার, আজম কন্ট্রাক্টর, ইমাম উদ্দিন মানিক, আক্কাস উদ্দিন, আব্দুল কাদের, তৈয়ব মুন্সি প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব, শ্রমিকদেরও সেই খাবার খেতে দিতে হবে। একমাত্র জামায়াতে ইসলামী পারে এদেশে ন্যায়বিচার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে।

বক্তারা আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সৎ ও যোগ্য লোক তৈরির মাধ্যমে এ দেশ থেকে দারিদ্র্য ও দুর্নীতি দূর করতে চায় এই সংগঠন। তারা শ্রমজীবী মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে চায়।

সম্মেলনে মাওলানা শামসুল ইসলামকে সভাপতি এবং এম এ রহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২৬ সেশনের জন্য ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্মেলন শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework