ফটিকছড়িতে মাওলানা জয়নাল আবেদীনের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ১১:৩৬ পূর্বাহ্ন

উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব মনোনীত হওয়ায় মাওলানা হাফেজ মো. জয়নাল আবেদীনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় ফটিকছড়ির ভাণ্ডার শরিফ আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য মো. হাফিজ উদ্দিন হাসান মুন্সির সভাপতিত্বে এবং যুবদল নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. সেলিম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য মুজিবুর রহমান মুন্না, মো. দিদারুল আলম, লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ওহিদুর ইসলাম বিপ্লব, মো. বাদশা আলম, রোসাংগিরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. শফিউল আলম এবং লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মনির আহমদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা হাসান টিপু, ছাত্রদল নেতা মো. মাহফুজ, ইমতিয়াজ, বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী, যুবদল নেতা জাফরসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি আয়োজন করে মাইজভাণ্ডার দরবার শরিফ, দমদমা, আজিম নগর, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধিত অতিথি মাওলানা জয়নাল আবেদীন নতুন দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework