ফটিকছড়িতে ট্রলির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৬, ১১:৪৮ অপরাহ্ন

ফটিকছড়িতে বালুবাহী ট্রলি গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে তানিয়া আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাইন্দং-কাঞ্চননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আহতরা হলেন— নিহতের মা ফাতেমা বেগম, বড় বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রলি তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, "সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।"

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নুর আহমেদ বলেন, "বালুবাহী ট্রলির ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework