ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০১:৫৮ অপরাহ্ন

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, মফস্বল সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফটিকছড়ি প্রেসক্লাবের সদস্যরাও পেশার উৎকর্ষ সাধনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে আলোকিত করবেন। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক এবং সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্না। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, হাইওয়ে থানার ওসি সাহাবুদ্দিন, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর, হাবিব ভূইয়া, মাওলানা হোসাইন, মো. একরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার শিকদার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework