ফটিকছড়িতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ১২:৪০ অপরাহ্ন

২৯ জানুয়ারি, বুধবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভূজপুর থানার কাজিরহাট বাজার এবং ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩-এর ৪০-এর (খ), (গ), (ঘ) ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) মূল্যের বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো:

জাফর ড্রাগ হাউস – আবু জাফর (পিতা: আবদুল মালেক, সাং: ভূজপুর, ফটিকছড়ি)কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা।

আলিফ মেডিকেল হল – মোঃ ইসরানুল হুদা (পিতা: মোঃ হাসানুল করিম, সাং: বিবিরহাট বাজার)কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা।

আর এ ট্রেডার্স – পারভেজ চৌধুরী (পিতা: আহামদর রহমান চৌধুরী, সাং: কলেজ রোড, বিবিরহাট)কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা।

আদায়কৃত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এছাড়া, জব্দকৃত সরকারি ও নমুনা ওষুধ মানবসেবায় প্রদানের জন্য গাউসিয়া হক কমিটিকে হস্তান্তর করা হয়। অন্যান্য বিক্রয় নিষিদ্ধ, ভারতীয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework