ফটিকছড়িতে বিআরডিবি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৫, ০৪:১২ অপরাহ্ন

২৪শে ফেব্রুয়ারি, সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি'র আওতাভুক্ত) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা বজল আহমদের সভাপতিত্বে ও ফটিকছড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও ফটিকছড়ি ইউসিসি লিমিটেডের সাবেক সভাপতি মোঃ আফসার উদ্দিন হেলাল।

সম্মানিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায়ের মূলমন্ত্র হচ্ছে— ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’। সমবায় সংগঠন বা সমিতি ক্ষুদ্র সঞ্চয় ও শক্তিকে একত্রিত করার মাধ্যমে দেশের দরিদ্র মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করে।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিক) মোঃ আলী নূর মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঁইয়া, সহ-সভাপতি মীরা দেবী, বর্তমান সহ-সভাপতি গোলাম মোহাম্মদ।

বার্ষিক সাধারণ সভায় ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির প্রায় ৪০ জন প্রতিনিধি, ফটিকছড়ি ইউসিসির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework