প্রয়াত উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের স্মরণে বাঁশখালীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৬:৩৫ অপরাহ্ন

অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রয়াত এ. এফ. হাসান আরিফের স্মরণে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক সিটি মেয়র ও সাবেক এমপি আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, "হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন নগরী হয়ে উঠত। তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী নেতা। তাঁর সহায়তা ছাড়া আমি হয়তো আজ মেয়র পদে আসতে পারতাম না। আমার ফাইল আটকে গেলে তিনি তা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যান এবং ব্যক্তিগত উদ্যোগে বিষয়টি সমাধান করেন।"

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলার বৈলছড়িতে খানবাহাদুর ফাউন্ডেশন আয়োজিত এ স্মরণসভা ও দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, খ্যাতিমান চিকিৎসক ডা. সৈয়দ মেজবাহুল হক, প্রয়াত হাসান আরিফের ছেলে এডভোকেট মুয়াজ আরিফ এবং তাঁর ব্যক্তিগত সহকারী এডভোকেট মো. আদীব চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, অধ্যক্ষ প্রফেসর জমির উদ্দীন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ও আক্তার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, "হাসান আরিফ আমার একজন প্রিয় বন্ধু ছিলেন। তাঁর মাধ্যমে বাঁশখালীর অনেক উন্নয়ন সম্ভব হয়েছে। বাঁশখালীর মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল অসীম। তিনি বহু মানুষের উপকার করেছেন, যা আমরা চিরদিন স্মরণ করব। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework