পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ আয়োজন বিদ্যালয় মাঠে সম্পন্ন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ১২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা চৌধুরী, রওশন আরা ও তাহমিদা আনজুমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক নুরানী, প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক কাকলী বড়ুয়া, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রেহেনা আক্তার ও অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী শিক্ষক মোরশেদ আলম প্রমুখ।

এদিকে, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের গার্ল গাইডস দলের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা প্রধান অতিথিকে মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন জানায় এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework