পীরখাইন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১১, ০১:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের আব্দুল কাইয়্যুম স্মৃতি বৃত্তি, কে. এম. জোবায়ের ট্রাস্ট ফান্ড ও আব্দুল মোনাফ-নুরজাহান বেগম চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য জাহেদ হোছাইনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও শিক্ষিকা রেহেনা আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়্যুম স্মৃতি বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামশুল হুদা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোছাইন চৌধুরী, বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুস শহিদ মাসুদ, এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামশুল হুদা বলেন, "বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে এসব বৃত্তি প্রদান করা হয়েছে। আশা করি, এসব বৃত্তি কার্যক্রমের মাধ্যমে এই এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে আগ্রহ সৃষ্টি করবে।"

ছবি: শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework