পাহাড়তলীতে ৫ জুয়াড়ি গ্রেফতার, টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ০৪, ০৩:৫১ অপরাহ্ন
নগরীর পাহাড়তলী আব্দুপাড়া নূর আলি শাহ মাজার এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. হাসান (৩০), মো. সাহেদ (২৮), মো. সোহেল (৩৬), মো. সুমন (৩২) ও মো. মাসুদ (৩২)। সোমবার (৩ মে) রাত পৌনে ১টার দিকে শফি কলোনির পাশে পারুল বেগমের নির্মাণাধীন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আব্দুপাড়া নূর আলি শাহ মাজার এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার সামগ্রী ও নগদ ৫ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework