পাহাড়তলীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ এপ্রিল ৩০, ১০:১১ পূর্বাহ্ন
নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে জায়গা- সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো.কাউছার (৪৭) খুন হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো.কাউছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে। নিহত কাউছারের ভাই মাঈনদ্দীন বাংলানিউজকে জানান, আমার সৎ ভাই সাজ্জাদ ও সৈকত জায়গায়-সম্পত্তির বিরোধের জের ধরে আমার ভাই কাউছারকে গলায় ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মো.কাউছারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। নিহতের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ধীমান। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় কাউছার নামে এক লোককে হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework