পারকি সৈকতের লুসাই পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ১১:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে অবস্থিত "লুসাই পার্ক"-কে আওয়ামী লীগের আস্তানা দাবি করে তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পারকি বিচ সড়কে "পারকি ব্যবসায়ী" ও ভুক্তভোগী এলাকাবাসী"র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "বারশত ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যানের মালিকানাধীন লুসাই পার্ক থেকে আওয়ামী লীগের সব নীল নকশা তৈরি করা হতো। এই আস্তানা থেকেই বিএনপি-জামাত এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমনের সব ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করা হতো। তাই ০৫ আগস্ট আনোয়ারার অন্য কোথাও কোনো হামলা না হলেও "লুসাই পার্ক" এ হামলা করে বিক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত জনতা। এখন আবারও সে-ই আস্তানা পুনরায় চালু করতে চায় যা এলাকাবাসী কখনোই মেনে নিবে না।

মানববন্ধনে স্থানীয় মঈনউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল গফুর সওদাগর, আনোয়ার, রবিউল হোসেন ভুট্টো, কাশেম, নুর শাহেদ খান রিপন, জিয়াউর রহমান।

এসময় ক্ষতিগ্রস্ত রাসেল, জামাল, ইলিয়াস, আবসার, জয়নাল, সাদেক, নুর জামাল, হোসেন, নাহিম, নাছিম, রফিকসহ স্থানীয় এলাকাবাসী এবং পারকির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework