পাইন্দংয়ে হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রাঃ) এর ওরশ উদযাপন

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধ, চট্টগ্রাম
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৫:৫৪ অপরাহ্ন

গত ২১ জানুয়ারি ২০২৫ ইংরেজী মঙ্গলবার ফটিকছড়ির পাইন্দং শ্বেতকুয়ায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ শ্বেতকুয়া শাখার সৌজন্যে পাইন্দং ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম মেম্বার ও তার পরিবারবর্গের উদ্যোগে আতায়ে রাসুল (দঃ) বান্দায়ে নেওয়াজ, হযরত খাজা মঈন উদ্দিন চিশতী আজমিরী (রাঃ) এর ওরশ শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি শ্বেতকুয়া শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে, মোঃ তাজুল ইসলাম মেম্বার এবং মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি শ্বেতকুয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান এর সার্বিক ব্যবস্থাপনা ও অর্থ সম্পাদক মোঃ সাইফুল আজম এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত, নাতে রাসুল (দঃ), শানে গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) পরিবেশনে অনুষ্ঠিত হয়।

সম্মানিত আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, তৎকালীন এই অখণ্ড বর্ষে তথা উপমহাদেশে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন আল্লাহর অলিগণ, হযরত খাজা মঈন উদ্দিন চিশতী আজমিরী (রাঃ)। তিনি হিন্দুস্থানে সর্বপ্রথম তার আধ্যাত্মিক অলৌকিক শক্তি দ্বারা ইসলামের সঠিক পথে নিয়ে এসে মানবতার শিক্ষা দিয়েছেন। এতে জিকিরে সেমা পরিবেশন করেন হাফেজ মোঃ নাজমুস সাকিব।

উক্ত আলোচনা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পাইন্দং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য দীল মোহাম্মদ মেম্বার, পাইন্দং ইউপির ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সদস্যা আলম নাহার, সাবেক মেম্বার মুনছুর চৌধুরী, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ শ্বেতকুয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ রমজান, অর্থ সম্পাদক মোঃ সাইফুল আজম, ধর্মীয় সম্পাদক মোঃ হাসান, সহ সাধারণ সম্পাদক মোঃ শাওন, সহ আশেকানে খাজা গরিবে নেওয়াজ, আশেকানে গাউসুল আজম মাইজভান্ডারী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework