পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে বাজার মনিটরিং ও যানজট নিরসনের উদ্যোগ

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ১২:৫৩ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিয়মিত বাজার মনিটরিং, যানজট নিরসনে হাটহাজারী সড়কের চৌধুরীহাট, আমান বাজার, বড় দিঘীর পাড়, ফতেয়াবাদ, হাটহাজারী-রামগড় সড়কের হাটহাজারী বাস স্টেশন, হাটহাজারী বাজার, চারিয়া, সরকার হাট বাজার, এনায়েতপুর, কাটিরহাট, নতুন রাস্তা মাথা—এছাড়াও হাটহাজারী-রাঙামাটি সড়কের হাটহাজারী কলেজ গেট, ইছাপুর বাজারসহ হাটহাজারী কাচারি সড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়া হাট, কুয়াইশ কলেজ, মদুনাঘাটসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ও মার্কেটের অলিগলিতে বখাটে ছেলেদের আড্ডা বন্ধ করা, ব্যাটারি রিকশার জন্য নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশনা, ইফতার ও সাহরির সময় বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে হাটহাজারী সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ গতকাল বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সম্পাদক মো. জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফ উদ্দীন সাইফ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework