পটিয়ায় শিক্ষক রাজন দত্তের ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় একটি কোচিং সেন্টারের শিক্ষক চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম রাজন দত্ত (৩৭)। তিনি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র।

শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়া উপজেলার ধলঘাট রেল স্টেশন এলাকায় কক্সবাজারগামী একটি চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এর আগে তিনি একটি চিরকুট লিখে যান।

চিরকুটে লিখা ছিল, “আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোনো হাত নেই।”

জানা গেছে, উপজেলার ধলঘাট গ্রামের মৃত মিলন দত্তের পুত্র রাজন দত্ত দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। শুক্রবার সকালে শার্ট-প্যান্ট পরে ঘর থেকে বের হন। সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় শিক্ষক রাজনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন সনাক্ত করেন।

এর আগে ঘরের ড্রয়ার থেকে পাওয়া একটি চিরকুট অনুযায়ী তিনি কক্সবাজারমুখী চলন্ত ট্রেন কক্সবাজার স্পেশালে ঝাঁপ দেন বলে স্থানীয়রা জানান। ট্রেনের ধাক্কায় শিক্ষকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পটিয়ার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল নাথ বলেন, "শিক্ষক হিসেবে তিনি অনেক মেধাবী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে তিনি মেঝ ভাই।"

পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল জানান, "ইতিমধ্যে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবেন।"

ষোলশহর স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেম বলেন, "আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজন সম্ভবত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। তার শরীরের কোমর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পিতা-মাতা কেউ বেঁচে নেই। প্রাথমিকভাবে তার সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার ভাইদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework