পটিয়ায় রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ১২:৪৯ অপরাহ্ন

পটিয়ায় রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক কার্য নির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার নিজস্ব ভবনে তফসিল অনুযায়ী উৎসুক সদস্যদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। তবে একই পদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন এনাম, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, আবু কাউছার তুহিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু, সহ-সাধারণ সম্পাদক শামশুল ইসলাম, মোঃ মহিউদ্দীন, আব্দুল ওয়াজেদ, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এরফানুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আশরাফুল ইসলাম সাজিন, সমাজ কল্যাণ সম্পাদক এমদাদ হোসেন, ধর্ম সম্পাদক মোঃ কায়েম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক রমজান আলী মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক মনিরুল ইসলাম তুলক, ক্রীড়া সম্পাদক জোবায়ের বিন রশীদ, কৃষি সম্পাদক মোঃ কামরুন জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুল হক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শাহরিয়ার ইবনে মালেক সৌরভ, অফিস সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইজাজুল হক জীবন, সদস্য সরোয়ার কামাল, ফারুক আজম রেজবি, তাফিকুর রহমান রানা, ইমতিয়াজ আহমদ, রাহিন হোসেন আসিফ।

এসময় প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ, নির্বাচন কমিশন সদস্য মিজানুর রহমান ও আব্দুল করিম ছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্য কে এম ফিরোজ সিকদার, মাহবুবুল কবির মেম্বার, আরশাদুল শফি বাবলু, আব্দুল মোমেন, আব্দুল খালেক, আজীবন সদস্য মোরশেদুল শফি হিরু, নাজিম উদ্দীন, আমজাদ হোসেন, সাবেক সভাপতি আজগর হোসেন, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework