পটিয়ায় বাহুলী মিত্র পাড়ায় গণহত্যা দিবস পালিত

পটিয়া প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ২০২৪ এপ্রিল ২৪, ১২:২৩ অপরাহ্ন

১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পটিয়া উপজেলার বাহুলী মিত্র পাড়ায় হিন্দু জনবসতি এলাকায় বিভিন্ন বাড়িতে ঢুকে ১০ থেকে ১২ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে।

এঘটনায় শহীদ হন নগেন্দ্র মিত্র, কৃষ্ণ মিত্র, অনিল মিত্র, জীবন হরি মিত্র, সাধন  দাশ, রুক্ষ্মিনী মিত্র, সুনিল দাশ, সারদা চরণ মিত্র, ক্ষেমন হরি মিত্র, নিরঞ্জন দাশ, কাঞ্চন মিয়াসহ নাম না জানা ১০ থেকে ১২ জন। পাক বাহিনী  মিত্রপাড়া এলাকায় শতাধিক বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও মানুষের ব্যাপক ধন সম্পদ লুটপাট করে।

বাহুলী গণহত্যা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে বাহুলী শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সাবেক সভাপতি সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু,  সিপিবি নেতা শহীদুল ইসলাম, এনামুল হক মনজু, সাংবাদিক আবদুর রাজ্জাক, এডভোকেট অরুণ মিত্র, জাহেদউল পাশা আকাশ, মদিনা বেগম, ডা. রতন চক্রবর্তী,  ডা. পিন্টু কুমার দে প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework