পটিয়ায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৮, ১২:০২ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক শাখা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়ার ইন্দ্রপুল এলাকা থেকে র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাহাত আলী স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফরমানুর রহমান জিহান, বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ, অফিস সম্পাদক সারতাজ আরেফিন, পটিয়া শহর শিবিরের সাবেক সভাপতি গাজী আবুল কালাম, আশিকুল মোস্তফা তাইফু প্রমুখ।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, শিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের মিছিল-সমাবেশের ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। অতিদ্রুত প্রশাসন থেকে ফ্যাসিবাদের ভূত তাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework