পটিয়ায় আশ্রয়ন প্রকল্প এলাকায় বিদ্যালয় নির্মান:আল আরাফাহ ইসলামি ব্যাংকের ২০ লাখ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,পটিয়া
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০৮:১০ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও আশ্রয়ন প্রকল্প এলাকায় বিদ্যালয় নির্মাণের জন্য আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ চেক হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী'র সভাপতিত্বে ও আল আরাফাহ ইসলামি ব্যাংক পটিয়া শাখার অপারেশন ম্যানেজার মো. ইফতিখার করিম সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও স্হানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট  ও পিএস টু চেয়ারম্যান মোহাম্মদ পিয়ারু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, আ: লীগ নেতা আবদুল খালেক, রনবীর ঘোষ টুটুন চেয়ারম্যান, আরাফাহ ইসলামি ব্যাংক হাসপাতালের এইচ আর এডমিন জসিম উদ্দিন, পটিয়া শাখার ব্যবস্হাপক মুহাম্মদ নুরুল হোসেন, বন্দরটিলা শাখা ব্যবস্হাপক অলি উল্লাহ, ফিরিঙ্গা বাজার শাখা ব্যবস্হাপক মো. ইসহাক, আ. লীগ নেতা আবদুল খালেদ, ঋষি বিশ্বাস, লিটন বড়ুয়া, নাজিম উদ্দীন পারভেজ,  কাউন্সিলর গোফরান রানা, নাছির উদ্দিন, সাজু বড়ুয়া,   বিনিয়োগ ইনচার্জ আবুল হাসনাত, জিবি ইনচার্জ রাশেদুল আলম সহ আরো অনেকেই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework