পটিয়ার অভিভাবক শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ০৩:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রাম পটিয়ার হুলাইন গ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে। আয়োজনগুলোতে শোক মিছিল, দোয়া মাহফিল, কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এবং এতিমদের মাঝে শীতবস্ত্র ও তবারুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জিল্লুর রহমান, কলিমউল্লাহ, জমির উদ্দিন চৌধুরী মানিক, রবিউল হোসেন বাদশা, গাজী মনির এবং ফজলুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রয়াত শাহনেওয়াজ চৌধুরী মন্টু পটিয়ার সার্বিক উন্নয়নের রূপকার ছিলেন। তিনি পটিয়াবাসীর প্রাণের মানুষ ও অভিভাবক হিসেবে সর্বজনপ্রিয় নেতা ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework