পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ১২:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটিয়া সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মারুফ আবদুল্লাহকে সভাপতি ও মোহাম্মদ আজিমকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব মো. কামরুদ্দীন সবুজ স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাকিব আলম, সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুচ, সহ-সভাপতি আজিজ আলমদার, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মো. ইরফাত আলী, সহ-সভাপতি সাকিবুর রহমান, সহ-সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি রানা উদ্দীন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজান উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান আহম্মদ সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অভিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরফাতুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর কায়েম রাব্বি, প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিন আরফ।

আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের দপ্তর বরাবর জমা দিতে নতুন কমিটিকে নির্দেশ প্রদান করা হয়।

নবনিযুক্ত সভাপতি মারুফ আবদুল্লাহ জানান, দলের দুর্দিনে রাজপথে থেকে আমরা কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করেছি। পটিয়া সরকারি কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো কর্মসূচি যথাযথভাবে সফল করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework