নারীদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান নিয়ে নারী সমাবেশে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:৫৩ অপরাহ্ন

রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে কাউখালী উপজেলার পোয়াপাড়া ইপসা এইচআরডিসিতে গতকাল (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অমিয় কান্তি খীসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, সাংবাদিক মো. ওমর ফারুক, কলমপতি ইউপি সদস্য স্মৃতি দেবী চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা এনজিও ম্যানেজার মো. মইন উদ্দিন, জেলা তথ্য অফিসের স্টাফ মো. নজরুল ইসলাম, অনিল কুমার চাকমা, নারী উদ্যোক্তা সুইমা প্রু মারমা, সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারী।

নারী সমাবেশে বক্তারা বলেন, নারীরা শুধু পরিবারে দায়িত্ব পালন করেন না, বরং দেশ ও জাতি গঠনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নারীকে নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখতে হবে এবং সম্মানের চোখে দেখতে হবে। নারীরা সর্বক্ষেত্রে ভালোভাবে চলছেন, এমন মন্তব্য ব্যক্ত করেন বক্তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework