নারী নির্যাতনের প্রতিবাদে রাউজানে ছাত্র আন্দোলনের মশাল মিছিল

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ১১:০২ অপরাহ্ন

গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। "রুখে দাঁড়াও" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

"তুমি কে? আমি কে? আছিয়া! আছিয়া!" স্লোগানে মুখরিত মিছিলটি গহিরা চত্বর থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ধর্ষকদের বিরুদ্ধে শুধু আশ্বাস নয়, বরং দ্রুত সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের ছাত্র প্রতিনিধি খান তাসিফ। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ছাত্রশিবির রাউজান উপজেলার সভাপতি শাহ জালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন, ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবাইর, মোজাম্মেলসহ অনেকে। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework