নানুপুরে রাজকীয় সংবর্ধনায় চার শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে বিদায়

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ২১, ০৩:১৬ অপরাহ্ন

হাতে ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাচ্ছেন প্রিয় শিক্ষকদের। এমন আবেগঘন আয়োজনে কান্নায় ভেঙে পড়েন সদ্য বিদায়ী চার শিক্ষক—মাস্টার আব্দুর রহিম চৌধুরী, এয়াকুব মিয়া, অসিম বড়ুয়া ও শান্তি বড়ুয়া।

(২০ মে) মঙ্গলবার, ফটিকছড়ির নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয় এই চার শিক্ষককে।

বিদ্যালয়ের ব্যাচ-৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রিয়াজ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহাজাহান।

বিশেষ অতিথি ছিলেন ডা. বিজয় বড়ুয়া, ডা. নোবেল কান্তি দাশ, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন ও সাংবাদিক নকীব ছিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজন কমিটির সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী চার শিক্ষক তাদের বক্তব্যে পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, “নিজেদের পরিবারকে সময় না দিয়ে আমরা এই বিদ্যালয়কে সময় দিয়েছি। এই বিদ্যালয় ফটিকছড়িতে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হোক—এই ছিল আমাদের সব সময়ের কামনা।”

প্রাক্তন ব্যাচের ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, “আজ আমরা যারা ডাক্তার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত—তারা সবাই এই শিক্ষাগুরুদের কারণে। এই শিক্ষকদের ঋণ কখনো শোধ করা যাবে না।”

সবশেষে বিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন ব্যাচের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework