নগরে ক্যাফেতে আগুন, দগ্ধ ৩


প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ২০, ০৪:৩০ অপরাহ্ন

নগরের খুলশী এলাকায় ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ জন দগ্ধ হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন হলি ক্রিসেন্ট এলাকার পাশের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন- মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০), মুবিনুল হক (২২)। তারা ফিউশন ক্যাফের কর্মচারী।

খুলশী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হানিফ হোসাইন বলেন, ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্যাফের ভিতর আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।  

আগুনে দগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাফের ম্যানেজার নিয়ে যান বলে জানিয়েছেন তিনি।  

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে ফিউশন ক্যাফের ম্যানেজার মো. গুলজারকে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework