দোহাজারীতে হৃদয় ছোঁয়া মানবিক উদ্যোগ ডা. শাহাদাতের

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১৯, ০৩:২৭ অপরাহ্ন

দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালক রুহুল আমিনের বড় মেয়েকে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

গত ১৭ এপ্রিল সকালে নিহত রুহুল আমিনের বাড়িতে গিয়ে তার বড় মেয়ে প্রীমার হাতে প্রয়োজনীয় বই ও শিক্ষা সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ। প্রীমা গাছবাড়িয়া কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাবার স্বপ্ন ছিলো, মেয়ে বড় হয়ে ডাক্তার হবে।

সে স্বপ্ন পূরণে প্রীমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেন ডা. শাহাদাত এবং তার পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, পৌরসভা জামায়াতের আমীর এম. জমির আদনান ও জয়নাল আবেদীন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework