দোহাজারী মসজিদ পরিচালনা কমিটির ২০২৫-২৭ কার্যকরী কমিটি গঠন

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০২:৩৭ অপরাহ্ন

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী 'হযরত মোহাম্মদ আলী ফকির (রহঃ) জামে মসজিদ' পরিচালনা কমিটির ২০২৫-২৭ইং এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল জুমআ নামাজের আগে মসজিদের অভ্যন্তরে উপস্থিত কিল্লাপাড়া ও রায়জোয়ারা এলাকার মুরব্বিয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে নতুন কমিটির ঘোষণা দেন প্রাক্তন সভাপতি মো. আবু তাহের সওদাগর। নবগঠিত কমিটিতে মো. শাহ্ আলম রুবেলকে সভাপতি, মো. বাদশা মিয়া ও মো. জসিম উদ্দিনকে সহ-সভাপতি, মো. আব্বাস উদ্দিনকে সাধারণ সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী মো. তৌহিদুল ইসলামকে সহকারী সাধারণ সম্পাদক, মো. জামাল উদ্দিন মাষ্টারকে অর্থ সম্পাদক, মো. আবুল হাসেমকে সহকারী অর্থ সম্পাদক, ইকবাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মো. সাজ্জাদ হোসেনকে সহকারী সাংগঠনিক সম্পাদক, মো. এমরান হোসেন টিটুকে প্রচার সম্পাদক, মো. ইসমাইল হোসেনকে সহকারী প্রচার সম্পাদক, মো. আমিনুল ইসলাম ও মো. আজম খানকে সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- মো. আবু তাহের সওদাগর, মো. জানে আলম, মো. সিরাজুল ইসলাম, মো. ইসহাক মিয়া, মো. আবু তৈয়্যব কোম্পানি, মো. নুরুল হক। দুনিয়ার কোনো চাওয়া-পাওয়া ব্যতিরেকে মুক্তমনে শুধু আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের ইচ্ছায় ইবাদত মনে করে খেদমতের মানসিকতা নিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে মসজিদের উন্নতি সাধনের জন্য উল্লেখিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করতে পারেন এবং ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়নে সবাই মিলেমিশে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে এগিয়ে যেতে পারেন সেজন্য সকল মুসল্লীর নিকট দোয়া কামনা করেন নবগঠিত কমিটির সদস্যরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework